সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।বিবৃতিতে বলা হয়, একজন ছাত্রের কাছে শিক্ষকের স্থান তার পিতা-মাতার পরেই। সেই শিক্ষকদের উপর বর্বরের মত হামলা কোনো সভ্য সমাজে চিন্তা করা যায় না। এমনিতেই ক্যাম্পাসগুলোতে এখন আর ছাত্রদের সহাবস্থান নেই। সব বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রলীগের একক আধিপত্য। আর সেই আধিপত্যকে জাহির করতে এখন তারা বিরোধী দলের কাউকে না পেয়ে হয় ক্যাম্পাসের নিরীহ ছাত্রদের উপর অত্যাচার চালাচ্ছে, না হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর খড়গহস্ত হচ্ছে।ছাত্রদল নেতারা বলেন, শাবির দেশবরেণ্য শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলা আর শিক্ষকদের কিছু অংশ দুরে দাঁড়িয়ে সহকর্মীদের উপর সেই হামলাকে উপভোগ করার দৃশ্য জাতি হিসেবে আমাদের অনেক নিচে নামিয়ে আনল। কথায় আছে কাক নাকি কাকের মাংস খায় না। কিন্তু শুধু ক্ষমতার লোভে আর সরকারের অনুগ্রহ পাওয়ার আশায় একদল শিক্ষক কিভাবে অন্য দলের উপর আক্রমনকে উস্কে দিতে পারে তা কোনো সভ্য জাতি চিন্তাই করতে পারে না।এমএইচ/একে/আরআইপি
Advertisement