জাতীয়

গতি বেড়েছে : ৮১ সহস্রাধিক নিবন্ধিত

সরকারি-বেসরকারি উপ-ব্যবস্থাপনায় হজ নিবন্ধনের গতি বেড়েছে। ২১ মার্চ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৫৭ জন নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে প্যাকেজ ‘এ’ তে ২ হাজার ১৩০ জন ও প্যাকেজ ‘বি’ তে ৩ হাজার ৯২৭ জন নিবন্ধিত হয়েছেন। নিবন্ধনের জন্য অবশিষ্ট রয়েছে ৭৫৯ জন।

Advertisement

অপরদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হয়েছে ৭৫ হাজার ৫১ জন। নিবন্ধনের জন্য অবশিষ্ট আছে ৪১ হাজার ৬৯৫ জন। গত ২০ ও ২১ মার্চ ছিল সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী নিবন্ধনের শেষদিন। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে হজ নিবন্ধন এর সময়সীমা ২৮ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর হজের কোটার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারি ব্যবস্থাপনায় সর্বমোট কোটা ৭ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর কোটা ৬ হাজার ৮১৬ জন।

বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ১ লাখ ২০ হাজার জন। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর কোটা ১ লাখ ১৬ হাজার ৭৪৬ জন। বেসরকারি ব্যবস্থাপনায় গাইড ও মোয়াজ্জেনের কোটা ৩ হাজার ২৫৪ জন।

Advertisement

এমইউ/এমআরএম/এমএস