দেশজুড়ে

পুনরায় ভোট গণনার দাবিতে অনশনে দুই নারী প্রার্থী

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় ভোট গণনার দাবিতে দুই নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী অনশন শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তারা অনশন কর্মসূচি করেন।

Advertisement

অনশনকারী দুই নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন-মোছা. শাবানা বেগম (কলস প্রতীক) ও মোছা. শেফালী বেগম (প্রজাপতি প্রতীক)।

অনশনকারী দুই নারী প্রার্থী বলেন, ১৮ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নবাবগঞ্জে ভোট গণনার সময় ব্যাপক কারচুপি করা হয়েছে। যাকে নির্বাচিত করা হয়েছে তার থেকে আমাদের জনপ্রিয়তা অনেক বেশি ছিল। আমাদের দুইজনের মধ্যে জয় পরাজয় হওয়ার কথা । কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদেরকে পরাজিত করেছে। আমরা অবিলম্বে নারী ভাইস চেয়ারম্যান পদে পুনরায় ভোট গণনার দাবি করছি।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক বলেন, ভোট গ্রহণকারী প্রিসাইডিং কর্মকর্তাদের দেয়া তথ্য মোতাবেক ভোট গণনা সঠিক হয়েছে। তাদের কোনো গাফিলতি ছিল না। এখানে কারচুপির কোনো অভিযোগ উঠতে পারে বলে আমার মনে হয় না।

Advertisement

এমদাদুল হক মিলন/আরএআর/এমকেএইচ