খেলাধুলা

বিশ্বকাপে যাবেন না সুজন! ম্যানেজার কে?

কয়েকবছর আগেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘স্থায়ী’ ম্যানেজার হয়ে গিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। হোক দেশে কিংবা বাইরে, টাইগারদের যেকোনো সিরিজ বা সফরে আনুষঙ্গিক সব দিক দেখভাল করার দায়িত্ব থাকতো বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়কের কাঁধে।

Advertisement

তবে গত বেশ কিছু সফরে ব্যক্তিগত ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি সুজন। তার বদলে একেক সিরিজে ম্যানেজারের দায়িত্বে দেখা গিয়েছে একেকজনকে। সবশেষ নিউজিল্যান্ড সফরেও সুজনের বদলে ম্যানেজার হিসেবে দলের সঙ্গে গিয়েছিলেন খালেদ মাসুদ পাইলট।

ধারণা করা হয়েছিল নিউজিল্যান্ড সফরে না গেলেও, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে দলের সঙ্গে ম্যানেজার হয়ে যাবেন খালেদ মাহমুদ সুজনই। কিন্তু কাল (বুধবার) রাতে সুজন জানালের অবাক করা তথ্য।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিলিয়ে প্রায় দুই মাসের বেশি সময়ের সফর হওয়ায় ম্যানেজার হিসেবে থাকা তার পক্ষে সম্ভব হবে না। জাগোনিউজের সঙ্গে একান্ত আলাপে সুজন জানিয়েছেন, ‘এত লম্বা সময় ধরে আমার জন্য যাওয়া সম্ভব হবে না। মে মাসের শুরু থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত দুই মাসের বেশি সময়। এতদিন ধরে আমার পক্ষে থাকা সম্ভব হবে না।’

Advertisement

তবে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান এখনো মনে করেন সুজনই বিশ্বকাপে ম্যানেজার হিসেবে টিম বাংলাদেশের সঙ্গে থাকবেন। আকরামের কথা, ‘বিশ্বকাপের মহামঞ্চে সুজনই মানানসই।’

‘কিন্তু সুজন তো ব্যক্তিগত কারণে যেতে অপারগতা প্রকাশ করেছেন। তাহলে কে ম্যানেজার?’ খানিক থমকে আকরামের জবাব, ‘কই? আমি জানি না তো! আমার মনে হয় শেষপর্যন্ত সুজনই যাবে। অগত্যা যদি না যায় তাহলে অন্য কেউ।’

সেটা কি খালেদ মাসুদ পাইলট? এমন প্রশ্নের জবাব দেননি আকরাম। হয়তো তারও জানা নেই। শেষপর্যন্ত সুজন না গেলে ম্যানেজার কাকে করা হবে, সে সিদ্ধান্ত নেবে বোর্ড। হয়তো নাজমুল হাসান পাপন সবার সঙ্গে কথা বলে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন।

এআরবি/এসএএস/এমকেএইচ

Advertisement