রাজধানীতে আগামী ১৯ এপ্রিল ৮ম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বসুন্ধরার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
Advertisement
সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিপাদ্য- এইচ আর লিডারশিপ ফর ইমাজিং ইকোনমি। বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্য ও কর্পোরেট হাউজগুলোর সফলতার ক্ষেত্রে মানবসম্পদ পেশার ক্রম পরিবর্তনশীল গুরুত্বের কথা বিবেচনা করে এ প্রতিপাদ্য ঠিক করা হয়েছে।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইউএসর নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এলান উইলিয়াম বার্ড। এ ছাড়া উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার শ্রী জয়াবর্ধেনেপোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অজন্ত সুজেয়া ধর্মসিড়ি, টিভিআরএলএসর চেয়ারম্যান ড. টি ভি রাও প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৮ম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনের চেয়ারম্যান ও বিএসএইচআরএমর সাধারণ সম্পাদক মুহম্মদ নজরুল ইসলাম, বিএসএইচআরএমর সভাপতি মো. মাশেকুর রহমান খান, সম্মেলনের সচিব মো. জাহাঙ্গীর নবী প্রমুখ।
Advertisement
এমএএস/এমএসএইচ/এমকেএইচ