আগামী মাস থেকেই মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১০ হাজার টাকা করা হবে বলে জানালেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার সন্ধ্যায় রংপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আগামী মাস থেকে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা করা হবে। এ সময়, মহানবী (সা.) ও পবিত্র হজ সম্পর্কে আপত্তিকর বক্তব্য প্রদান করায়- প্রধানমন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বলেও জানান, তিনি । মন্ত্রী বলেন, লতিফ সিদ্দিকী সীমান্ত বা বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে। ইতোমধ্যেই এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে। চার সচিবের ভুয়া মুক্তিযোদ্ধা সেজে সনদ নেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইসঙ্গে আরো যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এ ধরণের অভিযোগ এসেছে, সে ব্যাপারেও তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে সনদ বাতিল করে ওইসব কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই এ ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।তিনি বলেন, চার সচিবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে তারা কেউই বিচারের হাত থেকে রেহাই পাবেন না।
Advertisement