জাতীয়

রেস্টুরেন্টে বিশ্রী গন্ধ : ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রেস্টুরেন্টের রান্নাঘরে বিশ্রী গন্ধ। চারদিকে নোংরা পরিবেশ। এর মধ্যেই তৈরি হচ্ছে খাদ্যপণ্য। আবার ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে রান্না করা খাবার।

Advertisement

এসব অপরাধে রাজধানী ডেমরার কোনাপাড়ায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

প্রতিষ্ঠানিগুলো হলো- নুরসাত বেকারি, সোনালী ফুড প্রোডাক্টস, ফুড প্যালেস ও আঙ্গিনা রেস্টুরেন্ট। এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে নুরসাত বেকারিকে ২০ হাজার, সোনালী ফুড প্রোডাক্টসকে ২০ হাজার, ফুড প্যালেসকে ৬০ হাজার ও আঙ্গিনা রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী। অভিযানে সার্বিক সহায়তা দেন ডেমরা থানার পুলিশ সদস্যরা।

আইনের ৪৩ ধারায় বলা হয়েছে, মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করলে অনূর্ধ্ব দুই বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

এসআই/এএইচ/পিআর

Advertisement