দেশজুড়ে

বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় সাক্ষ্য নিল তদন্ত দল

ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় সাক্ষ্যগ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের তদন্ত দল। বুধবার সকাল থেকে ঠাকুরগাঁও সার্কিট হাউজে আহত ব্যক্তি ও স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ করেছেন তদন্ত দলের সদস্যরা।

Advertisement

তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দেয়া হবে। আহতদের মধ্যে জয়গুণ, তৈমুর রহমান, সাদেকুল ইসলাম, আনারুল, রুবেল ও মিঠুনসহ অনেকেই অভিযোগ করে বলেন, এখনো তাদের আর্থিকভাবে কোনো সহযোগিতা করা হয়নি। তারা দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন।

তদন্ত দলে উপস্থিত ছিলেন- তদন্ত কমিটির প্রধান মুহাম্মদ মোহসিন চৌধুরী (যুগ্ম সচিব, জননিরাপত্তা বিভাগ), মো. জাকির হোসেন (উপ-সচিব, জননিরাপত্তা বিভাগ), বিজিবির মহাপরিচালকের প্রতিনিধি লে. কর্নেল মোর্শেদ, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর কুতুবুল আলম ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. জাকির হোসেন বলেন, আহত ব্যক্তিদের কাছ থেকে দ্বিতীয়দিনের মতো আজ সাক্ষ্য নেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দেয়া হবে।

Advertisement

রবিউল এহসান রিপন/এএম/পিআর