বিনোদন

তৈরি হলো সজল-ঊর্মিলার ভাস্কর্য

ছোট পর্দার এই সময়ের দুই জনপ্রিয় মুখ আবদূন নূর সজল ও ঊর্মিলা শ্রাবন্তী কর। তারা জুটি বেঁধেও অভিনয় করেছেন। এবার তাদের নিয়ে নির্মাণ হল ‘ভাস্কর্য’। স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘ভাস্কর্য’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তারা।

Advertisement

সম্প্রতি রাজধানীর উওরার আপনঘর শুটিং হাউজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মনোরম কিছু লোকেশনে নাটকটি শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা করেছেন আহমেদ ফারুক ও পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।

নাটকটির গল্পে দেখা যাবে, একটি ছেলে ও মেয়ে দুইজন একই বিশ্ববিদ্যালয় এ পড়াশুনা করে। মেয়েটি ভাবে সে ‘ভাস্কর্য’ নিয়ে একটি শর্টফিল্ম বনাবে। ছেলেটি মেয়েকে শর্টফিল্ম বানানোর জন্য ক্যামেরা কিনে দেয়। এভাবে গল্প এগিয়ে যায়।

নাটকটিতে সজল-ঊর্মিলা ছাড়াও আরও অভিনয় করেছেন আরিফুল ইসলাম আরিফ, আশরাফুল আলম সোহাগ, ইরা সিকদারসহ আরও অনেকে। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছে আনিসা হিরা।

Advertisement

নির্মাতা সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবসে নাটকটি ফ্যাক্টর থ্রি সল্যুশনস এর ব্যানারে সরকার মিডিয়া ভিশন ও লাইফ গোল্ড মিডিয়ার প্রযোজনায় যে কোন জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে ।

এমএবি/এলএ/এমকেএইচ