খেলাধুলা

কাতারের ক্লাবকে রুখে দিয়েছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল

কাতারের শিষ্য পর্যায়ের ক্লাব আল অ্যারাবিয়ার সঙ্গে ড্র করে বাহরাইন মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। মঙ্গলবার রাতে দোহায় অনুষ্ঠিত শেষ প্রস্তুতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

Advertisement

৩৭ মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় স্বাগতিক ক্লাবটি। ৬১ মিনিটে বাংলাদেশের রকি গোল করে সমতা ফেরান। জেমি ডে'র শিষ্যরা প্রথম প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল কাতারের আরেক শীর্ষ ক্লাব আল শাহানিয়াকে।

শুক্রবার বাহরাইনে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। সেখানে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে বাহরাইন ফিলিস্তিন ও শ্রীলঙ্কার সাথে।

এই বাছাই পর্বের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল ১০ দিন বিশেষ কন্ডিশনিং ক্যাম্প করেছে কাতারে। অনুশীলনের পাশপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই কাতার থেকে বাহরাইন যাচ্ছে যুব ফুটবল দল।

Advertisement

আরআই/এমএমআর/এমকেএইচ