দেশজুড়ে

বকশীগঞ্জে সাবান উৎসব পালিত

‘হাত ধোয়ার অভ্যাস করি, সুস্থ সবল জীবন গড়ি’ স্লোগান নিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাবান উৎসব পালিত হয়েছে। রোববার ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে বগারচর ইউনিয়নের আলিরপাড়া মফিজ উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাবান উৎসব অনুষ্ঠিত হয়। আলিরপাড়া মফিজ উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে সাবান উৎসবে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির বকশীগঞ্জ শাখা ব্যবস্থাপক আবদুল আজিজ, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম লিচু গাজী, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, আলিরপাড়া গ্রাম ওয়াশ কমিটির সভাপতি গাজী নুর আলী, ব্র্যাক ওয়াশ কর্মসূচির পিও মোজাহিদুল ইসলাম, শিক্ষক আবু রায়হান, শিক্ষার্থী তামান্না আক্তার প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপদ পানি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার লক্ষ্যে এ সাবান উৎসবের আয়োজন করা হয়েছে। সাবান উৎসব শেষে ব্র্যাক ওয়াশ কর্মসূচি ও বিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ অর্থায়নে নির্মিত ছাত্রীদের জন্য দুই কক্ষ বিশিষ্ট টয়লেটের উদ্বোধন করা হয়। পরে প্রতিটি শিক্ষার্থী একটি করে সাবান নিয়ে হাত উচিয়ে সাবান প্রদর্শনের মধ্য দিয়ে সাবান উৎসব পালন করে।শুভ্র মেহেদী/এসএস/আরআইপি

Advertisement