সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি শুরু হয়েছে।
Advertisement
বুধবার (২০ মার্চ) সিঙ্গাপুর সময় সকাল ১০টায় বাইপাস সার্জারির জন্য ওবায়দুল কাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করবেন ডা. ফিলিপ কোহ’র নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি। বাইপাস সার্জারি করতে আনুমানিক চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে।
ওবায়দুল কাদেরের পরিবার তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Advertisement
এইউএ/এনএফ/আরএস/জেআইএম