ওয়ানডে র্যাংকিংয়ে সেরা আট দলের মধ্যে থাকতে না পারায় বাছাইপর্ব খেলে বিশ্বকাপে জায়গা নিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সেই দলটিই র্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ডকে চমকে দিয়েছে। সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের সিরিজে ইংলিশদের সঙ্গে ২-২ সমতায় শেষ করার পর র্যাংকিংয়েও গুরুত্বপূর্ণ কয়েকটি রেটিং পয়েন্ট পেয়ে গেছে ক্রিস গেইলদের দল।
Advertisement
অবস্থান অবশ্য পরিবর্তন হয়নি। তবে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন শ্রীলঙ্কাকে ধরে ফেলেছে ক্যারিবীয়রা। লঙ্কানদের সমান রেটিং পয়েন্ট হলেও তারা ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে আটে রয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ আছে নয়েই।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচে ৩৬০ রানের পাহাড় গড়েও ৬ উইকেটে হেরে যায় ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজ। তবে পরের ওয়ানতেই তারা তুলে নেয় ২৬ রানের জয়।
তৃতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। চতুর্থ ম্যাচ ২৯ রানে জিতে আবারও এগিয়ে যায় ইংল্যান্ড। শেষ ম্যাচে তাদের ১১৩ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
Advertisement
ইংল্যান্ড আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেবারিট। স্বভাবতই ওয়েস্ট ইন্ডিজের এমন পারফরম্যান্স নিয়ে বাড়তি আলোচনা হচ্ছে। যে ক্যারিবীয়রা বিশ্বকাপে সরাসরি সুযোগই পায়নি, তাদেরও শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন অনেকে।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জিততে না পারায় মূল্যবান ৩টি রেটিং পয়েন্ট হারিয়েছে এক নাম্বারে থাকা ইংল্যান্ড। তবে তাদের র্যাংকিংয়ের অবস্থান পরিবর্তন হয়নি।
এমএমআর/এমএস
Advertisement