বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ভবন নির্মাণে সিমেন্টের বদলে বালি আর রডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবেন না। দেশের স্বার্থ সবার আগে প্রাধান্য দিতে হবে। সাফল্যের পেছনে না ছুটে কর্মের পেছনে ছুটতে হবে। কর্মই আপনাদের জন্য সাফল্য ও সুনাম বয়ে আনবে।
Advertisement
মঙ্গলবার রাজধানীর বুয়েটের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য দেশ থেকে প্রতি বছর বিপুলসংখ্যক প্রকৌশলী, প্রযুক্তিবিদ, স্থপতি, পরিকল্পনাবিদ ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে পাড়ি জমাচ্ছে। উচ্চশিক্ষা গ্রহণ শেষে তাদের অনেকেই আর দেশে ফেরেন না। ফলে দেশ তাদের মেধা ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, এখন দেশে কাজ করার কর্মপরিবেশ ও বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে। দেশ ও জনগণের কল্যাণে অধিকতর অবদান রাখার জন্য নবীন গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
এমইউ/এমএসএইচ/এমএস
Advertisement