দেশজুড়ে

ওসমানী হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা রাজপথে

ভাতা বৃদ্ধির দাবিতে চিকিৎসা সেবা বন্ধ রেখে রাজপথে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৮০ জন ইন্টার্নি চিকিৎসক। ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রাখে ইন্টার্নি চিকিৎসকরা। এ কারণে সিলেট বিভাগের একমাত্র ৯০০ বেডের এই সরকারি হাসপাতালে জটিল রোগ নিয়ে ভর্তি ১৬০০ রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। ইন্টার্নি চিকিৎসক পরিষদ, সিলেটের সভাপতি মো. মাজহারুল হক অমিত এ প্রসঙ্গে বলেন, সব পেশার মানুষের বেতন ভাতা বাড়লেও ইন্টার্ন চিকিৎসকদের মাত্র ৯ হাজার ৭৯০ টাকা ভাতা দেয়া হচ্ছে। নুন্যতম ২৫ হাজার টাকা ভাতার দাবিতে তারা এ আন্দোলন করছেন বলে জানিয়েছেন।দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও কোনো পদক্ষেপ নেয়া হচ্ছেনা বলে অভিযোগ করেন ইন্টার্নি চিকিৎসকরা।ওসমানী হাপাতালের প্রায় ১৮০ জন ইন্টার্ন চিকিৎসক এ কর্মসূচিতে যোগ দেন।ছামির মাহমুদ/ এমএএস/এমআরআই

Advertisement