সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিন শেষে সব ধরণের সূচকের পাশাপাশি দরপতন হয়েছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। রোববার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে চার হাজার সাতশ ৯০, শরীয়া সূচক ডিএসইএস চার পয়েন্ট কমে এক হাজার একশ ৮১ এবং ডিএস৩০ সূচক পাঁচ পয়েন্ট কমে এক হাজার আটশ ৩৫ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে তিনশ ৫০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৭১ কোটি টাকা কম। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল চারশ ২১ কোটি টাকা।ডিএসইতে তিনশ ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে একশ চারটির দাম বেড়েছে, কমেছে একশ ৬৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে আট হাজার ৯শ ৩৪ এ অবস্থান করছে। সিএসই৩০ সূচক ৩২ পয়েন্ট কমে ১২ হাজার চারশ ৭০ এবং সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে ১৪ হাজার ছয়শ ৭২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৯টির, কমেছে একশ ৩৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৩ কোটি টাকা।এসআই/এএইচ/আরআইপি
Advertisement