জাতীয়

আন্দোলনে নর্থ সাউথ, ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরাও

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সু-প্রভাত পরিবহনের বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদেরে সঙ্গে যোগ দিয়েছেন নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ইনডিপেনডেন্ট ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

Advertisement

মঙ্গলবার দুপুরের পরে বিইউপি’র শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারা রাস্তা অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সাইদা মাহবুব-ই জান্নাত, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আহমেদ মুইন নাহিদ।

তারা বলেন, আপনারা (আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা) নিয়মের কথা বলছেন, আমরা রাস্তায় মরছি- এ পরিস্থিতির সমাধান কবে?

Advertisement

এর আগে সকাল থেকে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতদের ঘটনায় প্রগতি সরণি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিইউপি’র বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবরোধের কারণে এই সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বিইউপি'র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন।

জেইউ/এমবিআর/এমএস

Advertisement