খেলাধুলা

অধিনায়ক বিজয়ের ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি

চলতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

Advertisement

তৃতীয় রাউন্ডের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরির পর আজ চতুর্থ রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষেও তিন অঙ্কের দেখা পেয়েছেন ২৬ বছর বয়সী বিজয়।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে গত ১৪ মার্চ রূপগঞ্জের বিপক্ষে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন বিজয়। আজ তিনি খেলেছেন ১০১ রানের ইনিংস।

ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। মাত্র ৫ রানের মাথায় সাজঘরে ফিরে যান বিজয়ের উদ্বোধনী সঙ্গী রুবেল মিয়া। দ্বিতীয় উইকেটে বিশাল জুটি গড়েন অভিমান্যু ইশ্বর এবং এনামুল হক বিজয়।

Advertisement

দুজনের ২০৮ বলের ম্যারাথন জুটিতে প্রাইম ব্যাংক পায় ১৯৪ রান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন এনামুল বিজয়। ১১৮ বলে ৮ চারের মারে নিজের সেঞ্চুরি করেন বিজয়।

ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে তানবির হায়দারের বোলিংয়ের শহীদুল ইসলামের হাতে ধরা পড়েন বিজয়। আউট হওয়ার আগে করেন ১০১ রান। একই ওভারের শেষ বলে আউট হন জাকির হাসানও।

তবে পরের ওভারেই ১০৫ বল খেলে ৬ চার ও ১ ছয়ের মারে নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেন প্রাইম ব্যাংকের ভারতীয় রিক্রুট অভিমান্যু। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে প্রাইম ব্যাংকের সংগ্রহ ৩ উইকেটে ২১১ রান।

এসএএস/এমকেএইচ

Advertisement