নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জঙ্গি হামলার প্রত্যক্ষ সাক্ষী হয়ে বর্তমানে মানসিকভাবে খুব একটা ভালো অবস্থায় নেই তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহরা। এছাড়া দলের জুনিয়র মেম্বারদের মধ্যেও রয়েছে চাপা উৎকণ্ঠা।
Advertisement
গতকাল (সোমবার) বিসিবি কর্তৃক আয়োজিত ক্রাইস্টাচার্চে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং জাতীয় ক্রিকেট দল নিরাপদে ফিরে আসার শুকরানা মিলাদে স্বাভাবিক দেখা গিয়েছে তামিম-মুশফিকদের। তবু চোখে-মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিলো মানসিক বিপর্যয়ের কথা।
বর্তমান এ অবস্থা কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে ক্রিকেটারদের- তা সহজেই অনুমেয়। শোনা যাচ্ছে, ক্রিকেটারদের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে একজন মনোবিদ আনা হতে পারে। যাতে করে বর্তমান অবস্থা কাটিয়ে উঠতে পারেন তামিম-মুশফিকরা।
এ বিষয়ে জানতে চাইলে সোমবারের শুকরানা মিলাদ শেষে সংবাদ মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'এ রকম কিছু চিন্তা করছি না। আমরা ওদের অবজারবেশনে রেখেছি। তবে এজন্যই যে মনোবিদ আসবে, তা নয়।'
Advertisement
তবে মনোবিদ আসার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি বিসিবি সভাপতি। তিনি জানিয়েছেন বিশ্বকাপের সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে দলের সঙ্গে একজন মনোবিদ যোগ দিতেও পারেন।
পাপনের ভাষ্যে, 'আমরা ঠিক করেছি যে, সব মিলিয়ে, এছাড়া বিশ্বকাপও আছে সামনে...। তার আগে একজন মনোবিদ এসে যদি ওদের সাথে সময় কাটান সেটা দলের জন্যই ভালো। তখন যদি কারো মনে হয়, কারো বিশেষ কোনো হেল্প দরকার, তাহলে অবশ্যই তা নেয়া হবে।'
এআরবি/এসএএস/এমকেএইচ
Advertisement