জাতীয়

বিড়াল উদ্ধার কাজে আহত ‘রবিনহুড’

পাঁচ তলার কার্নিশে পড়ে যাওয়া একটি বিড়ালকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন অ্যানিমেল কেয়ার ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা আফজাল খান ওরফে রবিনহুড। বিড়ালটিকে উদ্ধার করে নিচে নামার সময় সেটি বারবার কামড় দিতে থাকলে তিনি নিচে পড়ে আহত হন। এরপর তাকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

আফজাল খান জানান, গত রোববার দুপুরের দিকে খিলগাঁওয়ের একটি বাড়ির পাঁচ তলার কার্নিশে বিড়াল আটকে পড়ার খবর দেয়া হয়। এরপর সেখানে গিয়ে বিড়ালটি উদ্ধার করে নামার সময় দোতালায় কার্নিশে যখন অবস্থান নেন হঠাৎ করেই সেটি আতঙ্কিত হয়ে তার হাতে বারবার কামড় দিতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিড়ালটি কামড় দেয়ার সময় তার হাতে গ্লাভস ছিল না। এ কারণে তিনি সেই বাড়ির দুই তলা থেকে পড়ে যান। কিন্তু পড়ে গেলেও বিড়ালটিকে আঘাত লাগতে দেননি। তবে বিড়ালের কামড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, তার হাত থেকে রক্ত ঝরতে থাকে। এ সময় সেখানে উপস্থিত লোকজন তাকে শাহজাহানপুর ইসলামী হাসপাতালে নিয়ে যান। পরে তাকে মালিবাগ ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠলে সোমবার তাকে বাসায় নেয়া হয়।

আফজাল খান বলেন, আহত হওয়ার খবর শুনে সোমবার বন্ধু মহল থেকে শুরু করে ফ্যান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং পুলিশের সহকারি কমিশনার আবুল হোসেন বাসায় এসে তার খোঁজখবর নেন।

Advertisement

তিনি আরও জানান, নিজের জীবনকে বাজি রেখে এ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ৫০০টির বেশি পোষা প্রাণি উদ্ধার করেছেন। বহুতল ভবনসহ বিভিন্ন বাড়িতে আটকে পরা এবং অনাকাঙ্খিত জায়গা থেকে উদ্ধার করা হয়েছে প্রাণিগুলো।

এমএইচএম/এমএমজেড/এমকেএইচ