আইন-আদালত

নির্বাচন পর্যবেক্ষণে অস্ট্রেলিয়া গেলেন ব্যারিস্টার কায়সার কামাল

নির্বাচন পর্যবেক্ষণে অস্ট্রেলিয়া গেলেন ব্যারিস্টার কায়সার কামাল

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির আমন্ত্রণে নির্বাচনী ক্যাম্পেইনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সিডনি গমন করেছেন।

Advertisement

সোমবার সিঙ্গাপুর এয়ারলাইন্সযোগে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেট নির্বাচনে সে দেশের ক্ষমতাসীন দল লিবারেল পার্টি নির্বাচনী ক্যাম্পেইনে পর্যবেক্ষক হিসেবে প্রতিনিধি প্রেরণের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছিল। আমন্ত্রণে বিএনপির পক্ষ থেকে তিনি অস্ট্রেলিয়া গমন করেন।

ব্যারিস্টার কামাল সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী ক্যাম্পেইনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে লিবারেল পার্টির নির্বাচনী সদরদফতর পরিদর্শনসহ সে দেশের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

Advertisement

পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করবেন বলেও ব্যারিস্টার কায়সার কামাল জানান।

এফএইচ/বিএ