আন্তর্জাতিক

রাজনীতিতে ফিরছেন সিলভা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছেন। তার উত্তরসূরি দিলমা রুসেফের পক্ষে দাঁড়াতে আবারো রাজনীতিতে আসছেন তিনি জানিয়েছেন। খবর ইয়াহু নিউজের।দেশটির সাও পাওলো রাজ্যে এক সমাবেশে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, বিরোধীরা সকাল থেকে রাত পর্যন্ত আমার সম্পর্কে অনেক কিছুই বলে। তিনি বলেন, উড়ন্ত পাখিকে হত্যা করা কঠিন। আর এ কারণেই আমি আবারো উড়া শুরু করেছি।এর একদিন আগে ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার আগ্রহের কথা জানান সিলভা। তিনি বলেন, ভাল এখন আমি কথা বলতে যাচ্ছি। আমি সাক্ষাৎকার দিচ্ছি।সমাবেশে সিলভা বলেন, ১২ বছর পর তার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টি ক্ষমতা হারিয়েছে তা তিনি দেখতে চান না। আমি নিশ্চিত সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে আমরা যা অর্জন করেছি তা আমাদের প্রতিদ্বন্দ্বীরা ধ্বংস করতে চায়- বলেন সিলভা।উল্লেখ্য, লুলা দ্য সিলভা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং দেশটিতে তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম বামপন্থী নেতা। এসআইএস/এমআরআই

Advertisement