জাতীয়

গরিবের ব্যাংক গ্রামীণ ব্যাংকে গবির কর্মচারীদের কদর নেই

দৈনিক মজুরিভিত্তিক পিয়ন-কাম-গার্ড পদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদ। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসু‌চি পালন করেন তারা।

Advertisement

অবস্থান কর্মসূচি‌তে বক্তারা বলেন, ‘সাধারণ মানুষ আমাদের প্রতিষ্ঠানকে গরিব-মানুষবান্ধব প্রতিষ্ঠান বললেও আমাদের ম্যানেজমেন্ট গবির কর্মচারীদের সঙ্গে অমানবিক আচরণ ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে চলছে। ব্যাংকের বিভিন্ন শাখা অফিসে পিয়ন-কাম-গার্ড হিসেবে তিন হাজারের বেশি কর্মচারী দৈনিক মজুরির ভিত্তিতে বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছেন।’

তারা বলেন, ‘অনেকে ২০-২৫ বছর ধরে চাকরি করলেও তাদেরকে স্থায়ীকরা হচ্ছে না। তাছাড়া আমাদের কোনো নির্ধারিত কর্মঘণ্টা, সাপ্তাহিক, সরকারি, উৎসব, ঐচ্ছিক, অসুস্থতাকালীন ছুটি বা কোনো ধরনের বোনাস নেই। এমনকি আমাদের কোনো ধরনের কারণ দর্শানো ও লিখিত অভিযোগ ছাড়াই যেকোনো সময় মৌখিক ভিত্তিতে ছাঁটাই করা হয়। অথচ আমরা দিনরাত কাজ করেও আমাদের ন্যায্য মজুরি পাই না।’

কর্মচারীরা আরও বলেন, ‘আমরা অনেকে ২০ বছর ধরে আস্থায়ীভাবে কাজ করে যাচ্ছি। আমারা যে শ্রম দিই সে হিসেবে আমাদের মজুরি অনেক কম। এটা অমানবিক। আমাদের সবসময় আতঙ্কে থাকতে হয় যে কখন আমাদের চাকরি চলে যায়। আমরা এখনো আতঙ্কে আছি যে আজকে আমরা আন্দোলন করছি এর জন্য আমাদের ছাঁটাই করা হবে কি না।’

Advertisement

অবস্থান কর্মসূচিতে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণি কর্মচারী পরিষদ সভাপ‌তি আজিজুল হক বাবুল, ফরিদপুর জোনের কর্মী ইরাদুল ইসলাম, টাঙ্গাইল জোনের মোহম্মাদ আলীসহ সারাদেশ থেকে আসা গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এএস/এসআর/জেআইএম