কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঈদগাঁওয়ের ইসলামাবাদ ঢালার দুয়ার নামক স্থানে বাস ও ডাম্পারের সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম কামাল উদ্দিন (৩৮)। তিনি উখিয়া উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ও পালংখালী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য। পুলিশ জানায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো ৬৩৫১) সড়কের ওই এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ যাত্রী গুরুতর আহত হয়। তাদের মধ্যে কামাল উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নেয়ার পথে ভোর রাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। আহতরা হলেন, বরিশাল কোতোয়ালী থানার আবু ফরাজীর ছেলে মামুন (২১), কক্সবাজার সদর উপজেলার পোকখালীর হাজী আবু শামার ছেলে মো. নুরুজ্জামান (৫০) ও উখিয়া উপজেলার মীর আহমদের ছেলে ছিদ্দিক আহমদ (৩০)। তাদের মধ্যে ২ জনের আবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে বাকিদের নাম-পরিচয় জানা যায় নি। চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আনোয়ার দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পর মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করে।এদিকে রোববার আছরের নামাজের পর নিহত কামাল মেম্বারের নামাজে জানাজা শেষে পালংখালীস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। সায়ীদ আলমগীর/এসএস
Advertisement