খেলাধুলা

জেনোয়ার কাছে মৌসুমের ‘প্রথম’ হার জুভেন্টাসের

উয়েফা চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলের উড়ন্ত জয়ের পর নিজ দলের খেলোয়াড়দের খানিক বিশ্রামই দিয়েছিলেন জুভেন্টাসের কোচ মাসমিলানো অ্যালেগ্রি। তাতেই ঘটলো সর্বনাশ। থেমে গেল চলতি লিগে টানা ২৭ ম্যাচের অপরাজিত যাত্রা।

Advertisement

তুলনামূলক দূর্বল দল জেনোয়ার মাঠে খেলতে গিয়ে ০-২ গোলে হেরে এসেছে অ্যালেগ্রির শিষ্যরা। ম্যাচে খেলেননি অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচের ‘হ্যাটট্রিক’ হিরো ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া সে ম্যাচে আরো পাঁচজনকে মাঠের বাইরেই রেখেছিলেন অ্যালেগ্রি।

ঘরের মাঠে বল দখলের লড়াইয়ে পিছিয়েই ছিল জেনোয়া। তবে আক্রমণের পরিসংখ্যানে জুভেন্টাসের চেয়ে যোজন-যোজনে এগিয়ে ছিল তারা। পুরো ম্যাচে তুরিনোর বুড়িদের রক্ষণে ১৮ বার হামলা চালায় জেনোয়া, পাঁচবার থাকে লক্ষ্যের দিকে। অন্যদিকে পুরো ম্যাচে মাত্র ৬ বার আক্রমণ করে জুভেন্টাস, যার একটিও ছিলো না লক্ষ্যে।

ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশূন্য। গোলের তালা ভাঙতে ৭২তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় জেনোয়াকে। স্টেফানো স্টুরারোর গোলে এগিয়ে যায় তারা। মিনিট নয়েক বাদে ব্যবধান দ্বিগুণ করেন গোরান পান্দেব। এ দুই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

Advertisement

টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকা জুভেন্টাস ২৮তম ম্যাচটি হারলেও ৭৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে শীর্ষেই। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সঙ্গে তাদের দূরত্ব ১৫ পয়েন্টের। জুভেন্টাসকে প্রথম পরাজয়ের স্বাদ দেয়া জেনোয়ার অবস্থান ১২তম।

এসএএস/এমকেএইচ