সাহিত্য

বঙ্গবন্ধু

রাকিবুল হাসান

Advertisement

যে নাম আছে আমাদের স্বাধীনতায় জড়িয়ে,যে নাম আছে সমগ্র বাংলায় ছড়িয়ে।। যে নাম ছিল পাক হানাদারের ভয়ের কারণ,যে নাম মানেনি ঘাতক দলের কোনো বারণ।।যে নাম আজও বাঙালির হৃদয়ে বহমান,সে নাম আমাদের স্বাধীনতার মহানায়কবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।

১৯১৮ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, বঙ্গবন্ধু এসেছিলেন এই দিনে।বাংলার আকাশে লাল-সবুজ পতাকা,মিলতো না বঙ্গবন্ধু বিনে।বঙ্গবন্ধু, তোমার মহান কীর্তি মুছে দিতে পারেনি, তোমার জৈবিক মরণ।বাঙালি চিরকাল শ্রদ্ধার সাথেতোমায় করবে স্মরণ।দেশের প্রতি তোমার ত্যাগের কথা জেনে বলছি আমি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু তুমি।।

এসইউ/এমএস

Advertisement