প্রবাস

মসজিদে সন্ত্রাসী হামলায় আমিরাত নেতাদের নিন্দা

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি ও শেখ খলিফা বিন জায়দ আল নাহিয়ান নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল ডেম প্যাসি রেড্ডিকে শোক বার্তা পাঠিয়েছেন। বার্তায় দেশটির নেতারা দুটি মসজিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।

Advertisement

শেখ খলিফা দুঃখ প্রকাশ করে বলেন, কোনো মানুষ কি এভাবে নিরপরাধ মানুষের ওপর আক্রমণ করে। রাষ্ট্রপতি ঘৃণা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা জোর দিয়েছেন।

নিউজিল্যান্ডের দুই ক্রাইস্টচার্চ মসজিদে শুক্রবার প্রার্থনা চলাকালীন গণহত্যার জন্য দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, গণমাধ্যমে নিন্দা জানিয়েছিলেন, যার মধ্যে ৪৯ জন নিরীহ মানুষ নিহত এবং অন্য লোকজন গুরুতরভাবে আহত হন।

এ ঘটনায় আমরা সবচেয়ে বেশি অপরাধ দেখেছি যেখানে ৪৯ জন মুসল্লি নিহত হয়েছে। এ ছাড়া টুইটারেও সমবেদনা জানিয়েছে শেখ খলিফা বিন জায়দ আল নাহিয়ান।

Advertisement

এমআরএম