মাত্র ৫ মিনিটের হেরফের হলেই বাংলাদেশ ক্রিকেট দলকে হারাতে হতো চিরজীবনের জন্য। ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারতো বাংলাদেশ ক্রিকেট দলের। মহা বিপর্যয়ে পড়তে হতো বাংলাদেশ দলকে। ভাগ্য ভালো এবং আল্লার অশেষ রহমতের কল্যাণে ক্রাইস্টচার্চের মসজিদ আল নুরে জঙ্গি হামলা থেকে বেঁচে যায় বাংলাদেশ ক্রিকেট দল। যে ঘটনায় নিহত হয়েছেন ৪৯ জন মানুষ।
Advertisement
সেই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। একেবারে সাক্ষাৎ মৃত্যুর সামনে থেকে ফিরে এসেছেন তারা। এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি কখনও হতে হবে, এটা চিন্তাও করতে পারেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
সেই ভয়াবহ ঘটনার দুঃসহ স্মৃতি নিয়েই আজ রাত ১০টা ৪২ মিনিটে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেখানেই মিডিয়ার সামনে উপস্থিত হয়ে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, ঘটনার দিন দুঃসহ স্মৃতি নিয়ে সারারাত ঘুমাতে পারেননি তারা।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সেখানে যে কি ঘটেছে, তা সত্যিই বিশ্বাস করার মত নয়। এ ঘটনা পুরোপুরি অপ্রত্যাশিত। কেউই আমরা এ ধরনের কিছু প্রত্যাশা করিনি। এ ঘটনার পর সারা রাত আমরা ঠিকমত ঘুমাতেও পারিনি। যখন রুমের মধ্যে ছিলাম, তখন শুধু ভাবছিলাম, যে আমরা কতটুকু ভাগ্যবান! নিউজিল্যান্ডের মত দেশে এ ধরনের ঘটনা ঘটেছে, এটা খুবই আনএক্সপেক্টেড।’
Advertisement
আইএইচএস/