জাতীয়

অগ্রিম তারিখ : বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

 

১৫ মার্চে বিক্রি করা সন্দেশের প্যাকেটে উৎপাদনের তারিখ লেখা ১৫ এপ্রিল। অগ্রিম তারিখ লিখে ভোক্তার সঙ্গে প্রতারণা করার অভিযোগে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করা হয়েছে।

Advertisement

শনিবার রাজধানীর আদাবরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বেরিয়ে আসে এসব তথ্য। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন আদাবর থানায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারসহ মোট ১১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও জান্নাতুল ফেরদাউস। সার্বিক সহযোগিতা করেন এসবিএনএসআই-এর ফিল্ড অফিসার এবং আদাবর থানা পুলিশ সদস্যরা।

অভিযানে খান ফার্মেসিকে মিথ্যা বিজ্ঞাপন ধারায় (৪৪ ধারায়) মডেল ফার্মেসি না হওয়া সত্ত্বেও মডেল ফার্মেসি সাইনবোর্ড স্থাপনের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এ ছাড়াও বিভিন্ন মুদি দোকান, কনফেকশনারি ও হার্ডওয়্যারের দোকানে মেয়াদবিহীন পণ্য ও পণ্যের মূল্য প্রদর্শন না করায় বিভিন্ন অংকে জরিমানা আরোপ করা হয়।

এসআই/এমআরএম