খেলাধুলা

‘তারাও স্তম্ভিত, এমনটা নিউজিল্যান্ড বোর্ডের ধারণাতেও ছিল না’

নিরাপত্তা নিয়ে শঙ্কা কখনই ছিল না। তাই নিউজিল্যান্ড সফরে বিদেশি দলগুলো গেলে তাদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন পড়েনি কখনই। এবার যা ঘটে গেল, সেটা একেবারেই অনাকাঙ্খিত। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ধারণাতেও কখনও এমন বিষয় আসেনি, তারা স্তম্ভিত হয়ে পড়েছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

Advertisement

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পর সফরকারি দলের নিরাপত্তা নিয়ে নিউজিল্যান্ড কতটা সিরিয়াস, সেই প্রশ্ন উঠছে জোরেসোরেই। কারণ একটুর জন্য হামলা থেকে বেঁচে যাওয়া টাইগারদের সঙ্গে কোনো নিরাপত্তা দল ছিল না।

কিন্তু কেন এমন হলো? বিসিবির সিইও জানালেন, আসলে নিউজিল্যান্ড ধারণাও করতে পারেনি এমন কিছু হতে পারে, ‘আমরা যেমন শকড, তারাও কিন্তু শকড। আমি যখন নিউজিল্যান্ড ক্রিকেটের সিইওর সাথে কথা বলছিলাম, তারা কিন্তু দিশেহারা ছিলো। তারা কখনো এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করেনি। ওদের ধারণাতেই ছিলো না।’

ধারণা ছিল না, কিন্তু বিপদ তো হতে পারতো। ভবিষ্যতে টাইগারদের সফরে নিরাপত্তার জন্য কি দাবি থাকবে? এমন প্রশ্নে নিজামউদ্দিন চৌধুরীরর উত্তর, ‘আমরা ভবিষ্যতে একটা মিনিমাম সিকিউরিটি মান তৈরি করবো, সেটা নিশ্চিত করলেই আমরা ট্যুর করবো। এই ধরনের কিছুই সমীচিন হবে।’

Advertisement

সূচি নির্ধারিত তৃতীয় টেস্টটি না খেলেই চলে আসতে হচ্ছে বাংলাদেশ দলকে। এই টেস্টটি কি একেবারেই বাতিল হয়ে গেল? নাকি পরবর্তীতে আয়োজন করা হবে? বিসিবি সিইও অবশ্য নিশ্চিত করে কিছু বলতে পারলেন না। তার ভাষায়, ‘এটা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে স্থগিত করা হয়েছে। প্রতিটি বোর্ডে সাথে আমাদের নিয়মিত আলোচনা হয়। পরবর্তী আলোচনায় আমরা এটা নিয়ে কথা বলবো। তখন আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিবো, আলোচনা করবো।’

এমএমআর/এমকেএইচ