বাংলাদেশে বিলুপ্ত নীলগাইয়ের বংশ বৃদ্ধির সব স্বপন ভঙ্গ হয়ে গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে বংশবৃদ্ধির জন্য রাখা দুটি নীলগাইয়ের মধ্যে নারী নীলগাইটি মারা গেছে।
Advertisement
২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা থেকে এই নীলগাইটি উদ্ধার করা হয়। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলা থেকে একটি পুরুষ নীলগাই উদ্ধার হয়। বাংলাদেশে বিলুপ্ত এই প্রাণীর বংশবৃদ্ধির বিষয়টি বিবেচনা করে নীলগাই দুটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে রাখা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলগাই দুটি খেলা করার সময় ছুটোছুটির একপর্যায়ে নারী নীলগাইটি চিড়িয়াখানার নেটের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে নীলগাইটি বুকে ব্যথা পায়। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি নীলগাইটিকে।
রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিন বিষিয়টি নিশ্চিত করে জানান, নীলগাইটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে।
Advertisement
এমদাদুল হক মিলন/এমএএস/এমকেএইচ