সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার অংকে লেনদেনেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।রোববার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় বেলা সাড়ে ১২টায় প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৮০১ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস অপরিবর্তিত থেকে ১ হাজার ১৮৬ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করছে। এসময় টাকায় লেনদেন হয়েছে ১৫৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৯৮টির দাম বেড়েছে, কমেছে ১৪২ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ৮ হাজার ৯৫০ পয়েন্টে অবস্থান করছে। সিএসসি৩০ সূচক ৪২ পয়েন্ট কমে ১২ হাজার ৪৬১ পয়েন্টে অবস্থান করছে। সিএসসি৫০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৭৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১০৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯ কোটি টাকা।এসআই/এআরএস/পিআর
Advertisement