প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত ডাকসু নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তোমরা যারা নির্বাচিত হয়েছো তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। কে ভোট দিয়েছে, কে দেয়নি এটা বিবেচনা করলে চলবে না। তোমরা যারা নির্বাচিত হয়েছো তারা ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিত্ব করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। শনিবার বিকেলে ডাকসু নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
Advertisement
প্রধানমন্ত্রী বলেন, ২৮ বছর পর ডাকসু নির্বাচন হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আমরা সবাই শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছি। কোনো গুলি বা বোমার আওয়াজ শুনতে চাইনি। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা চাই ডাকসুসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচন হোক। এজন্য আমরা স্কুল ক্যাবিনেট নির্বাচন শুরু করেছি। স্কুল থেকেই নেতৃত্ব গড়ে উঠুক। ছাত্রদের মধ্যে থেকে নেতৃত্ব গড়ে না উঠলে ভবিষ্যতে দেশ চালাবে কারা?
শেখ হাসিনা বলেন, সর্বশেষ ডাকসু নির্বাচনের পর ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর কী পরিমাণ অত্যাচার নির্যাতন চলেছে। শেষ পর্যন্ত ডাকসু নির্বাচন বন্ধ ছিল দীর্ঘদিন। এখন আবার শুরু হলো। এই নির্বাচনের মধ্যে দিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বর্ণনা দেন। নিজের ভিপি হওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন।
Advertisement
এফএইচএস/জেএইচ/এমকেএইচ