দেশজুড়ে

ডিমলায় হত্যা মামলার আসামি গ্রেফতার

নীলফামারী ডিমলায় আয়কর বিভাগের কম্পিউটার অপারেটরকে হত্যা মামলার আসামি রাইছুল আলমকে (২৫) শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। রাতে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে জলঢাকা শৈলমারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তারা বাবার নাম হাবিবুর রহমান হাজির।পুলিশ সূত্রে জানা যায়, খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া গ্রামের সাহিদুল ইসলাম শেফা পুত্র ও পঞ্চগড় আয়কর বিভাগের কম্পিউটার অপারেটর আখতারুজ্জামােকে (২৭) চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাতে ঝুনাগাছ চাপানি কাকড়া ডবল ব্রিজ স্থানে হত্যা করা হয়। ঘটনার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে আখতারুজ্জামানের মরদেহ ও ভোরে ঘটনাস্থলের ৫শ গজ দূরের ভুট্টা ক্ষেতের পাশ থেকে আখতারুজ্জামানের ব্যবহৃত অ্যাপাসি ১৫০সিসি মোটরসাইকেলটি উদ্ধার করেছিল। এ ব্যাপারে সাহিদুল ইসলাম শেফা বাদী হয়ে ঘটনার ২দিন পর ডিমলা থানায় অজ্ঞাত আসামি করে মামলা নং-৬ দায়ের করেন।সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির জাগো নিউজকে বলেন, আয়কর বিভাগের কম্পিউটার অপারেটর আখতারুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনটি রাইছুল আলমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে গ্রেফতারকৃত রাইছুল পলাতক ছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ডিমলা থানা পুলিশের সাব ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল লতিফ জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃত রাইছুল আলম ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনাটির রহস্য উদঘাটনের জন্য আসামির বিরুদ্ধে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।   জাহেদুল ইসলাম/এমজেড/এমএস

Advertisement