দেশজুড়ে

বিয়ের গেটের টাকা নিয়ে সংঘর্ষে আহত ২০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরে বিয়ে বাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর ও কোনে পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

Advertisement

শুক্রবার রাতে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের হরিনারচর গুচ্ছ গ্রামে বিয়ে বাড়িতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৯ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতরা হলেন, শান্ত মাল (৬০), হান্নান (১৮), বোরহান (১৬), হাবিব (২৭), শাহজালাল (১৯),শাহ আলম গাজী (২২), সাদ্দাম (২৭), নাসিমা (৪০), নূর খান (৫০), ওহাব আলি (৬০), আব্দুর রহমান বেপারী (১৮), ইসমাইল মিয়া (১৮), লোকমান বেপারী (১৭), রেজওয়ান হোসাইন (১৮), রফিক (২৭) লোকমান (২৭), সালমা (২০) ও টিটু (১৯)।

আহতরা জানান, বৃহস্পতিবার দুপুরে হরিনারচর গুচ্ছ গ্রাম এলাকার বাসিন্দা হান্নান মৃধার ছেলে জান্নাতুল মৃধার (২২) সঙ্গে ওহিদ মিয়ার মেয়ে রিনা আক্তারের (১৬) বাল্যবিয়ে হয়। বিয়ের দিন বরপক্ষ এলে বিয়ের গেটে টাকা নেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শুক্রবার মেয়ে পক্ষ ছেলের বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে গেলে সেখানে ছেলের আত্মীয় শাহ আলম ক্ষিপ্ত হয়ে মেয়ে পক্ষের টিটুকে মারধর করেন। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছেলে পক্ষের ১৪ জন ও মেয়ে পক্ষের ৬ জন আহত হয়েছেন।

Advertisement

ইকরাম চৌধুরী/এফএ/এমএস