নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ৪৯ জন হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
Advertisement
পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। হামলায় দু’জন বাংলাদেশিসহ ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।’
মন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, দুই মসজিদে হামলায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী বলে জানান পুলিশ কমিশনার মাইক বুশ।
Advertisement
গ্রেফতার ২৮ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে জানিয়ে বুশ বলেন, শনিবার তাকে আদালতে উপস্থাপন করা হবে।
হামলায় জড়ি সন্দেহে আটক এক ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
পিডি/জেএইচ/পিআর
Advertisement