খেলাধুলা

ক্রিকেটারদের নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম : মাশরাফি

কদিন আগে তিনিও ছিলেন দলের সদস্য। বাংলাদেশ ওয়ানডে দল খেলেছে তারই নেতৃত্বে। সিরিজ শেষ করে মাশরাফি বিন মর্তুজা চলে আসেন দেশে। রয়ে যান টেস্ট দলের সদস্যরা।

Advertisement

নিউজিল্যান্ডে আজ ভয়ংকর এক ঘটনা ঘটে গেল তামিম, মুশফিক, মিরাজদের সঙ্গে। মসজিদে যাচ্ছিলেন তারা জুমার নামাজ পড়তে। এমন সময় দেখেন কয়েকজন রক্ত মাখা শরীর নিয়ে মসজিদ থেকে বেরোচ্ছেন। মসজিদে ঢোকার ঠিক আগমুহূর্তে অজ্ঞাত এক নারী এসে তামিমদের সতর্ক করে জানান যে মসজিদের ভেতরে গোলাগুলি হচ্ছে, এখন ভেতরে যাওয়া ঠিক হবে না।

ওই গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে ৪৯ জনের, অনেকেই আহত। আর ৩-৪ মিনিট আগে মসজিদে পৌঁছলে খারাপ কিছু ঘটে যেতো তামিম, মুশফিকদের সঙ্গেও। সৃষ্টিকর্তার দয়ায় তারা বেঁচে গেছেন।

নিউজিল্যান্ডের মসজিদে এই সন্ত্রাসী হামলার খবর পেয়ে আর সবার মতো উদ্বিগ্ন হয়ে পড়েন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তবে ক্রিকেটাররা নিরাপদে আছেন, জানার পর কিছুটা স্বস্তি অনুভব করছেন তিনি।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সন্ত্রাসী হামলার বিষয়ে নিন্দা প্রকাশ করেছেন মাশরাফি। সেইসঙ্গে ক্রিকেটাররা যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারেন, সেই কামনাও করছেন তিনি।

মাশরাফি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় দুজন বাংলাদেশিসহ বহু মানুষের নিহত হবার খবর পাচ্ছি! আমি এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।

ঘটনাটি শোনার পর থেকে আমাদের ক্রিকেটারদের নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম।

আল্লাহ'র অশেষ রহমতে আমাদের ক্রিকেটাররা বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন। তারা নিরাপদে আছেন।

Advertisement

শুক্রবার জুমার নামাজ পড়তে আর একটু আগে মসজিদে গেলে শোকাবহ পরিস্থিতি তৈরি হতে পারতো! আল্লাহ সহায় হয়েছেন।

আশা করছি, আমাদের ক্রিকেটাররা দ্রুতই নিরাপদে দেশে ফিরে আসবেন।’

এমএমআর/এমকেএইচ