দেশজুড়ে

ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর পাইকরা মোড়ে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইসা (৮ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পাংশা উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের পাইকারা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত মাইসা উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের মো. ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, অটোভ্যানে ওই শিশুসহ তার পরিবারের লোকজন পাংশা থেকে বাড়ি ফিরছিল। পথে পাইকারা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম,জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, ঘাতক ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

Advertisement

রুবেলুর রহমান/আরএআর/পিআর