ভোলা-লক্ষ্মীপুর রুটে ছয় দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল সাতটায় লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীঘাট থেকে ১২টি হালকা যান নিয়ে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে ফেরি কনকচাপা।
Advertisement
ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার আবু আলম জাগো নিউজকে জানান, গত ২৩ আগস্ট দুপুরে মেঘনা নদীর তীব্র স্রোত আর ভাঙনের মুখে নতুন ইলিশাঘাট বিধ্বস্ত হয়। এসময় গ্যাংওয়ে, পন্টুন সরে যায়। এতে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে ১৮ জেলার সহজ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। উভয় পাড়ে আটকা পড়ে মালামাল বোঝাই কয়েকশ ট্রাক ও যাত্রীবাহী দূরপাল্লার বাস ।
বিআইডবলিউটিএ গত পাঁচ দিন ধরে ঘাটটি সংস্কারের কাজ করে। এর আগে ভাঙনের কারণে পুরাতনঘাট থেকে এক কিলোমিটার সরিয়ে ১৫ দিন আগে নতুন এ ঘাট নির্মাণ করা হয়েছিল।
Advertisement
অমিতাভ অপু/এমজেড/এমএস