নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে চালানো হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে। প্রাথমিকভাবে বলা হয়েছিল এই হামলায় ৬ জন নিহত হয়েছেন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার সম্ভাব্য একটি ভিডিও ঘুরছে, যেখানে বহু মানুষকে পড়ে থাকতে দেখা যাচ্ছে।
Advertisement
এ ছাড়া নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা ৯ থেকে ২৭-এর মধ্যে হবে।
শহরের মানুষকে ঘরের বাইরে বের হতে নিষেধ করছে পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে ইতোমধ্যে আটকও করা হয়েছে।
হামলার সঙ্গেও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সন্দেহ রয়েছে। হামলাকারীদের একজনকে অস্ট্রেলীয় নাগরিক বলে মনে করা হচ্ছে। এই হামলাকারী নিজের উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে একটি ম্যানিফেস্টোও প্রকাশ করেছেন, যেখোনে তিনি এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছেন।
Advertisement
তবে হামলাকারীর বিস্তারিত আর কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এ ঘটনাকে দেশটির জন্য অন্যতম দুঃখজনক একটা দিন বলে আখ্যায়িত করেছেন।
এনএফ/এমএস
Advertisement