জাতীয়

নতুন এমডির খোঁজে বিমান

দীর্ঘদিন পর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নতুনের সন্ধানে নেমেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১৪ মার্চ) নিজস্ব ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

Advertisement

বিজ্ঞপ্তিতে এভিয়েশন বা এয়ারলাইনসের পরিচালক পদে ১০ বছরের বছরের অভিজ্ঞতা চাওয়ায়, বিমানের কোনো সাবেক পরিচালক যোগ দিতে পারবেন না। এছাড়া নিয়োগের শর্ত মোতাবেক এমডি ও সিইও প্রার্থীকে ৪৫ থেকে ৬০ বছর বয়সী হতে হবে।

নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক হারে বিদেশিদের টানতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক রাখা হয়েছে। তবে শুধু স্নাতক হলে চলবে না, সঙ্গে থাকতে হবে ১০ বছরের এভিয়েশন খাতের পরিচালক পদসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা। এ ছাড়াও, এয়ারলাইন মার্কেটিং সম্পর্কিত জ্ঞান, কোড শেয়ার, রাজস্ব ব্যবস্থাপনা এবং অনলাইন ডিস্ট্রিবিউশন সিস্টেম জানতে হবে। জ্ঞান থাকতে হবে এভিয়েশন ও শ্রম আইন সম্পর্কেও।

বিজ্ঞপ্তিতে বেতনের ব্যাপারে কিছু বলা হয়নি। আগতদের প্রত্যাশিত বেতনের অঙ্ক উল্লেখ করতে বলা হয়েছে।

Advertisement

বিমানের অভ্যন্তরীণ কর্মকর্তারাও এই পদে আবেদন করতে পারবেন বলা হলেও, সব শর্ত পূরণ করে বিমানের সাবেক কিংবা বর্তমান কোনো পরিচালক। কারণ বিমানের কোনো পরিচালকের পদে কারোরই ১০ বছরের অভিজ্ঞতা নেই।

এছাড়া ডিএমডি ও নির্বাহী পরিচালক পদেও নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও পদে বহাল আছেন এ এম মোসাদ্দিক আহমেদ। টানা তৃতীয় মেয়াদে বিমানের এই পদে রয়েছেন তিনি। এর আগে ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবেও এই সংস্থায় দায়িত্ব পালন করেন মোসাদ্দিক আহমেদ।

আরএম/এমএসএইচ/এমএস

Advertisement