খেলাধুলা

কাতারে যুবাদের প্রথম প্রস্তুতি ম্যাচ শুক্রবার

কম্বোডিয়াকে হারিয়ে ঢাকায় ফিরে কয়েক ঘন্টার বিশ্রাম। এরপরই কোচ জেমি ডে অলিম্পিক ফুটবল দল নিয়ে উড়াল দিয়েছিলেন কাতারে। মধ্যপ্রাচ্যের দেশটির রাজধানী দোহায় ১০ দিনের বিশেষ ক্যাম্প শেষে জেমির পরের গন্তব্য বাহরাইন।

Advertisement

কম্বোডিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি আর কাতারের বিশেষ ক্যাম্পের উদ্দেশ্য বাহরাইনে ভালো কিছু করা। যেখানে ২২ মার্চ শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব।

কাতারে বিশেষ কন্ডিশনিং ক্যাম্পের পাশপাশি শিষ্যদের জন্য গোটাদুয়েক প্রস্তুতি ম্যাচ আয়োজনের কথা বলে গিয়েছিলেন জেমি ডে। তার একটি হচ্ছে শুক্রবার। দোহার ক্লাব আল-শাহানিয়ার বিরুদ্ধে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে আল-শাহানিয়ার মাঠে।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের আতিথেয়তায় বাফুফে যুবাদের জন্য এই বিশেষ কন্ডিশনিং ক্যাম্প করেছে দোহায়। বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ বাহরাইন, ফিলিস্তিন ও শ্রীলংকা।

Advertisement

আরআই/আইএইচএস/পিআর