চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জোরারগঞ্জ থানার ওসমানপুর ইউনিয়নের লোহারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন- মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের শাহ আলমের ছেলে মেহেদী হাসান (২৮), জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার নুরুল আবছারের ছেলে আরিফ হোসেন (২০) ও ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী এলাকার মুসলিম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২২)।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. রঞ্জন কুমার সিংহ জাগোনিউজকে জানান, জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসান নামে এক যুবককে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।
Advertisement
আবু আজাদ/এমএমজেড/পিআর