ভারতের রাজধানী নয়াদিল্লির বিখ্যাত ও ব্যস্ততম আওরঙ্গজেব সড়কের নাম পাল্টে রাখা হবে আবদুল কালাম সড়ক। প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের প্রতি শ্রদ্ধা জানাতেই রাজধানীর রাস্তার নাম বদল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন। ইতোমধ্যে এ ব্যাপারে সবুজ সংকেতও দিয়েছে নয়াদিল্লি পৌরসভা। খবর টাইমস অব ইন্ডিয়া।এর আগে জুলাই মাসে ক্ষমতাসীন বিজেপির (ভারতীয় জনতা পার্টি) লোকসভার সংসদ সদস্য মহেশগিরি রাস্তাটির নাম বদলানোর জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানান। দেশটির সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম মারা যাওয়ার পর তিনি আবদুল কালাম সড়কের কথা বলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সড়কটির নাম পরিবর্তন ভারতের মৌলবাদী হিন্দুদের দীর্ঘদিনের দাবি। তাদের মতে, আওরঙ্গজেব একজন ‘নিষ্ঠুর’ শাসক ছিলেন।উল্লেখ্য, মুঘল সম্রাট আবুল মুজাফফর মুহিউদ্দিন মোহাম্মাদ আওরঙ্গজেবের নামে ওই রাস্তাটির নামকরণ করা হয়েছিল। ১৬৫৮ সালের ৩১ জুলাই থেকে ১৭০৭ সালের ৩ মার্চ পর্যন্ত ভারতবর্ষ শাসন করেন তিনি।এআরএস/এমএস
Advertisement