ফিচার

বাড়ির থেকে অফিসেই ভালো থাকেন নারীরা!

সারাদিন অফিসে কত কাজ। সব কাজ শেষে যেতে হবে বাড়ি। এমন চিন্তায় ডুবে থাকেন বেশির ভাগ মানুষ।

Advertisement

তবে সাম্প্রতিক সমীক্ষা বলছে উল্টো কথা। বাড়ি নয়, বরং অফিসেই ভালো থাকেন বেশির ভাগ মানুষ। বিশেষ করে নারীরা। বাড়ির থেকে অফিসেই বেশি হালকা মনে থাকেন তাঁরা।

পেন স্টেট ইউনিভার্সিটি এক সপ্তাহ ধরে ১২২ জন নারীর উপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে আসে।

সমীক্ষায় দেখা যায়, অফিসের তুলনায় বাড়িতে থাকাকালীন নারীদের বেশি মাত্রায় স্ট্রেস হরমোন নিঃসরণ হয়। তবে বেশিরভাগ পুরুষরা কিন্তু অফিসের তুলনায় বাড়িতেই ভালো থাকেন।

Advertisement

এছাড়া ওয়ার্কিং মাদাররাই বাড়ির তুলনায় অফিসেই বেশি ভালো থাকেন। তবে বাড়িতে যাদের কাজ কম বা যারা একা থাকেন তাঁরা কিন্তু দিনের শেষে বাড়ি আসতেই বেশি পছন্দ করেন।

এএ