খেলাধুলা

কোহলি-ভিলিয়ার্সের পরেই রোহিত

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি প্রায়ই বলে থাকেন যে তার দলে এমন একজন ব্যাটসম্যান রয়েছে যে কি-না তার চেয়েও বেশি প্রতিভাবান ও ব্যাট হাতে বেশি সামর্থ্যবান। যার নাম রোহিত শর্মা, ভক্তরা যাকে ভালোবেসে ডাকে 'হিটম্যান' নামে।

Advertisement

অধিনায়কের কথার প্রমাণ নিয়মিতই দিয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী এ মারকুটে ওপেনার। যার সবশেষ উদাহরণ মিললো বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। বিশ্বের ৩১তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন রোহিত।

কিন্তু এ তালিকায় দ্রুততম তথা সবচেয়ে কম ইনিংস খেলে ৮০০০ রান করার হিসেব করলে ২৮ ধাপ এগিয়ে রোহিত উঠে আসবেন সোজা তিন নম্বরে। কেননা ক্যারিয়ারের ২০৬ নম্বর ওয়ানডে খেলতে নেমে ২০০ তম ইনিংসেই ৮০০০ রান করে ফেলেছেন রোহিত।

দ্রুততম ৮০০০ রান করাদের তালিকায় রোহিতের সামনে রয়েছেন দুজন। তারা হলেন বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স। ২০১৭ সালের জুনে নিজের ক্যারিয়ারের ১৮৩ নম্বর ম্যাচ খেলতে নেমে ১৭৫ ইনিংসে ৮০০০ রানের ক্লাবে প্রবেশ করেন কোহলি। ২০১৫ সালের আগস্টে ক্যারিয়ারের ১৯০ নম্বর ম্যাচ খেলতে নামা ডি ভিলিয়ার্স আট হাজারী ক্লাবে প্রবেশ করেন ১৮২ ইনিংসে ব্যাট করে।

Advertisement

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৮০০০ রান সংগ্রাহকের তালিকা

১. বিরাট কোহলি: ১৮৩ ম্যাচের ১৭৫ ইনিংসে২. এবি ডি ভিলিয়ার্স: ১৯০ ম্যাচের ১৮২ ইনিংসে৩. রোহিত শর্মা: ২০৬ ম্যাচের ২০০ ইনিংসে সৌরভ গাঙ্গুলী: ২০৮ ম্যাচের ২০০ ইনিংসে৪. রস টেলর: ২১৮ ম্যাচের ২০৩ ইনিংসে৫. শচিন টেন্ডুলকার: ২১৭ ম্যাচের ২১০ ইনিংসে

এসএএস/এমএস

Advertisement