বিশ্বব্যাপী ১৫টি দেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিম জনসংখ্যা শীর্ষে। জনসংখ্যার ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ দেশগুলো হলো-
Advertisement
১. ইন্দোনেশিয়ারাজধানী : জাকার্তা
মোট জনসংখ্যা : ২৬ কোটি ৩০ লাখমুসলিম জনসংখ্যা : ২২ কোটি ৯০ লাখমুসলিম জনসংখ্যার হার : ৮৭.২%
২. পাকিস্তানরাজধানী : ইসলামাবাদমোট জনসংখ্যা : ২০ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৫২০ জনমুসলিম জনসংখ্যা : ২০ কোটি ৪ লাখমুসলিম জনসংখ্যার হার : ৯৬.৫%
Advertisement
৩. ভারতরাজধানী : নয়াদিল্লি
মোট জনসংখ্যা : ১৩৩ কোটিমুসলিম জনসংখ্যা : ১৮ কোটি ৯০ লাখমুসলিম জনসংখ্যার হার : ১৪.২%
৪. বাংলাদেশরাজধানী : ঢাকা
মোট জনসংখ্যা : ১৭ কোটিমুসলিম জনসংখ্যা : ১৫ কোটি ৩৭ লাখমুসলিম জনসংখ্যার হার : ৯০.৪%
Advertisement
৫. নাইজেরিয়ারাজধানী : আবুজামোট জনসংখ্যা : ২০ কোটিমুসলিম জনসংখ্যা : ৯ কোটি ৫০ লাখ থেকে ১০ কোটি ৩০ লাখমুসলিম জনসংখ্যার হার : ৪৭.৬% থেকে ৫১.৬%
৬. মিসররাজধানী : কায়রো
মোট জনসংখ্যা : ৯ কোটি ৫০ লাখ।মুসলিম জনসংখ্যা : ৮ কোটি ৫০ লাখ থেকে ৯ কোটি।মুসলিম জনসংখ্যার হার : ৯০% থেকে ৯৪.৭%।
৭. ইরানরাজধানী : তেহরানমোট জনসংখ্যা : ৮ কোটি ৩০ লাখমুসলিম জনসংখ্যা : ৮ কোটি ২৫ লাখমুসলিম জনসংখ্যার হার : ৯৯.৪%
৮. তুরস্করাজধানী : আংকারামোট জনসংখ্যা : ৮ কোটি ৮ লাখ ১০ হাজার ৫২৫।মুসলিম জনসংখ্যা : ৭ কোটি ৯০ লাখ থেকে ৮ কোটি ৭ লাখ।মুসলিম জনসংখ্যার হার : ৯৮.৬% থেকে ৯৯.৮%।
৯. আলজেরিয়ারাজধানী : আলজিয়ার্সমোট জনসংখ্যা : ৪ কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৫৮৮।মুসলিম জনসংখ্যা : ৪ কোটি ১২ লাখ ৪০ হাজার ৯১৩।মুসলিম জনসংখ্যার হার : ৯৯%।
১০. সুদানরাজধানী : খার্তুমমোট জনসংখ্যা : ৪ কোটি ৮ লাখ ২৫ হাজার ৭৭০।মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৯৫০ লাখ ৮৫ হাজার ৭৭৭।মুসলিম জনসংখ্যার হার : ৯৭%।
১১. ইরাকরাজধানী : বাগদাদমোট জনসংখ্যা : ৪ কোটি ১ লাখ ৯৪ হাজার ২১৬।মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৮৪ লাখ ৬৫ হাজার ৮৬৪।মুসলিম জনসংখ্যার হার : ৯৫.৭%।
১২. মরক্কোরাজধানী : রাবাতমোট জনসংখ্যা : ৩ কোটি ৮৩ লাখ ১৪ হাজার ১৩০।মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৮৩ লাখ ১৪ হাজার ১৩০।মুসলিম জনসংখ্যার হার : ১০০%। তবে উইকিপিডিয়ার তথ্য মতে ২০১০ সালে দেশটিতে ৯৯% মুসলিমের বসবাস।
১৩. ইথিওপিয়ারাজধানী : আদ্দিস আবাবামোট জনসংখ্যা : ১০ কোটি ৫০ লাখ।মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৫৬ লাখ।মুসলিম জনসংখ্যার হার : ৩৩.৯%।
১৪. আফগানিস্তানরাজধানী : কাবুলমোট জনসংখ্যা : ৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৮৩৭।মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ১৪।মুসলিম জনসংখ্যার হার : ৯৯.৭%।
১৫. সৌদি আরবরাজধানী : রিয়াদ
মোট জনসংখ্যা : ৩ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৬৬০।মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ১৮ লাখ ৭৮ হাজার।মুসলিম জনসংখ্যার হার : ৯৭.১%।
এমএমএস/এমএস