দেশজুড়ে

নারীদের চিন্তার মুক্তি না হলে ক্ষমতায়ন হবে না : কেয়া চৌধুরী

সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন মানে হলো চিন্তার মুক্তি। নারীদের চিন্তার মুক্তি না হলে অনেক ধন-সম্পদ থাকলেও নারীর ক্ষমতায়ন হবে না। নিজের ক্ষমতাকে ভোগ না করে সকলের মধ্যে ছড়িয়ে দেয়ার নামই হচ্ছে ক্ষমতায়ন। আমাদের নারীদের সর্বপ্রথম ভাবতে হবে সে একজন মানুষ, তারপর সে একজন নারী।শনিবার বেলা ৩টায় সিলেটের মঈনউদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজে `নারীর ক্ষমতায়ন : প্রেক্ষাপট বাংলাদেশ` শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. বদরুল আলম খানের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে কেয়া চৌধুরী বলেন, এই আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে পুরো জাতি তা স্মরণ করেছে। আগস্ট মাস এখন শুধু শোকের মাস নয় বরং একটি শক্তির মাস হিসেবে সকলকে ভাবতে হবে।তিনি বলেন, একসময় দেশের একটি শ্রেণি পড়াশুনা করতো এবং অন্য একটি শ্রেণিকে পড়াশুনা করতে দেয়া হতো না। এই শিক্ষা নীতিকে মুছে ফেলে একটি সার্বজনীন শিক্ষা উপহার দিয়েছেন দেশনেত্রী শেখ হাসিনা। এই সার্বজনীন শিক্ষানীতিই তার অন্যতম হাতিয়ার।সভায় আরো বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. আজির উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এনামুল হক চৌধুরী সুহেল, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক পার্থ সারথী দাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যপক মো. হেনা সিদ্দিকী, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফলোয়ারা বেগম।অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রহিমা বেগম। পবিত্র কোরআন থেকে পাঠ করেন শিক্ষার্থী মাহমুদা জান্নাত ও গীতা থেকে পাঠ করেন নীলিমা রানী দে। অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুন নাহার। সংগীত পরিবেশন করেন আর্নিকা দাস বন্যা ও তার দল।ছামির মাহমুদ/বিএ

Advertisement