৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার প্রকাশিত এ ফলাফলে ২১৫৯ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা সীমা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৯৩ জন ও পুলিশে ১৪৮ জন রয়েছেন। ২০ জনের ফল স্থগিত রয়েছে।৩৪তম বিসিএসে উত্তীর্ণ ছয় হাজার ৫৮৪ জন প্রথম অথবা দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার হিসেবে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় নয় হাজার ৮২২ জন উত্তীর্ণ হয়েছিলেন। জটিলতার কারণে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল দুই দফায় দেয়া হয়। ২০১৩ সালের ৮ জুলাই কোটার ভিত্তিতে প্রথম প্রকাশিত ফলাফলে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।এতে মেধাবী চাকরিপ্রার্থীদের আন্দোলনের মুখে ওই বছরের ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল দেয়া হয়, যাতে রেকর্ড সংখ্যক ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।৩৪তম বিসিএসে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ২,২১,৫৭৫ জন। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর ৯৯৬৩ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। এ বছরের ২৮ জানুয়ারি থেকে ১ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। এতে ৮৭৬৩ জন কৃতকার্য হন।এর আগে ৩৪তম বিসিএস ক্যাডারে বিভিন্ন পদে দুই হাজার ৫২ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।এসএ/একে/বিএ/আরআইপি
Advertisement