ভূমধ্যসাগরের অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ বাংলাদেশি নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এমন আশঙ্কার কথা জানিয়েছেন। খবর বিবিসি বাংলা।দূতাবাস কর্মকর্তা মোজাম্মেল হক তিউনিসিয়া থেকে জানান, লিবিয়া উপকূলে ভূমধ্যসাগরে নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১৮ জনের নাম জানা গেছে। তারা হচ্ছেন শরীয়তপুরের স্বপন, আজাদ, জাকির ও সুমন; টাঙ্গাইলের বাঁধন, সালাহউদ্দিন ও বাবুল; নোয়াখালীর সাহাবুদ্দিন, রুবেল ও সোহেল; কুমিল্লার ইসলাম ও ফারুক; ঢাকার কেরাণীগঞ্জের গাজীউল; যশোরের জিয়াউর; চট্টগ্রামের করিম; রাজবাড়ির মফিজ; মাদারীপুরের ফয়েজ এবং নারায়ণগঞ্জের মাহমুদ।বাকি ছয়জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার লিবিয়া থেকে ইউরোপগামী এই নৌকাডুবির ঘটনায় দুই শতাধিক অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
Advertisement
এএইচ/এমআরআই/বিএ